আমাদের কথা খুঁজে নিন

   

নাসা সাইট বন্ধ, শঙ্কায় হোয়াইট হাউজও

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইট ফেডারেল সরকারের ওই পদক্ষেপের পর বন্ধ হয়ে গেছে। হোয়াইট হাউজের সাইট বন্ধ হয়ে যাবে বলে নোটিশ টানিয়ে দেয়া হয়েছে সাইটে।
এই আকস্মিক বন্ধের ফলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে পাঠানো জনগণের ইমেইলের কোনো সাড়া দিতে পারছে না। বন্ধ হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীরা তাদের ইমেইলেও প্রবেশ করতে পারছে না। 
মঙ্গলবার রিপাবলিকানরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত স্বাস্থ্যসেবা সংস্কার আইন ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর বিরোধিতা করায় সরকারি পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের জনগণ বিভিন্ন প্রশ্নের জন্য সাধারণত ফেডারেল ওয়েবসাইট ও টুইটার ফিড ব্যবহার করে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আর্থিক সংকটের কারণে ওয়েবসাইটের তথ্য নিয়মিত আপডেট করা ও তথ্য বিনিময় করা সম্ভব হচ্ছে না। আর্থিক সংকট না কাটা পর্যন্ত অবস্থা পরিবর্তন করাও সম্ভব নয়।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.