আমাদের কথা খুঁজে নিন

   

নাসা স্পেস ক্যাম্প ফেব্রুয়ারি ২০১৪



বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের জন্য আমেরিকা সরকার তাদের মহাকাশ গবেষণার বিষয়ে জানার সুযোগ করে দিয়েছে ইন্টারন্যাশনাল স্পেস ক্যাম্প আয়োজনের মাধ্যমে। আর বাংলাদেশের শিক্ষর্থীরাও বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে নাসা স্পেস ক্যাম্পে। আর বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটি বৃহৎ অংশ বাংলা মাধ্যম স্কুলগুলোতে পড়াশোনা করে। তারাও যাতে এ সুযোগ থেকে বঞ্চিত না হয় তাই হিমালয়ান স্পেস সেন্টার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পাশাপাশি বাংলা মাধ্যম স্কুল গুলো থেকেও আয়োজন করছে এই ট্যুর। শুধু ঢাকা নয় এই প্রথম দিনাজপুর, বগুড়া, রংপুর থেকেও শিক্ষার্থীরা যাচ্ছে নাসা ট্যুরে আমেরিকায়।
বাংলাদেশ থেকে যে সকল প্রতিষ্ঠান এই ট্যুর আয়োজন করছে তাদের প্রায় সকলেই বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের মাধ্যমে আয়াজন করছে এই ট্যুর। ফলে ট্যুরের একটা বড় অঙ্ক নিয়ে যাচ্ছে বিদেশী প্রতিষ্ঠান। হিমালয়ান স্পেস সেন্টার সম্পূর্ণ নিজেদের লাইসেন্স-এর মাধ্যমে ট্যুর আয়োজন করায় তা আগের চেয়ে অনেক কম খরচে ট্যুর করতে পারছে শিক্ষার্থীরা। ফলে নাসা ট্যুর চলে এসেছে মধ্যম আয়ের মানুষের হাতের নাগালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.