আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতার আহ্বান ফখরুলের

বৃহস্পতিবার বিকালে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “সরকারকে বলবগ্রেপ্তার দমন-পীড়ন বন্ধ করে জনগনের দাবি মেনে নিয়ে সমঝোতার মাধ্যমে সমাধানের পথে আসুন।”
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ (গণতন্ত্রের অভিযাত্রা) কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকারের মাথা বিগড়ে গেছে।

ফাইল ছবি

“তারা এর সফলতা আঁচ করতে পেরেই শান্তিপূর্ণ এই কর্মসূচিটিকে যেকোন উপায়ে বাধাগ্রস্ত ও ভন্ডুল করতে সারাদেশে যৌথ বাহিনী দিয়ে বিরোধী নেতা-কর্মীদের মিথ্যা  মামলার অভিযোগে গ্রেপ্তার করার এক মহাপরিকল্পনা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে।”
ফাইল ছবি
সরকারের এই পরিকল্পনা জনগণ সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিবৃতিতে, গুলশানে চেয়ারপারসনের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশ ও প্রস্থানে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
দলের কেন্দ্রীয় কার্যালয় গত তিন মাস থেকেই সরকার অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল এর নিন্দা জানান।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের সরকার অঘোষিতভাবে নিষেধাজ্ঞা জারি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.