আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সমঝোতার পথে: বিএনপি

নির্বাচন ঠেকাতে টানা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে তা না হলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক।
ভোটের তিন দিন আগে নিরুত্তাপ অবরোধের মধ্যে গুলশানে নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন বিএনপির এই নেতা।
দলীয় কার্যালয় ও চেয়ারপারসনের কার্যালয় অবরুদ্ধ থাকার কারণে বাড়িতে এই সংবাদ সম্মেলন বলে বিএনপি নেতারা জানান।
ওসমান ফারুক বলেন, “এই প্রহসনের নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। এরপরও প্রধানমন্ত্রী একগুয়েমির পথ থেকে সরে আসছেন না।
“ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীকে বলব, এখনো সময় আছে, ৫ জানুয়ারির ভোট বন্ধ করুন। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা নিন।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.