আমাদের কথা খুঁজে নিন

   

মাওলানা সাব কি বললেন

এ জগতে মানুষ কারা

আজকে মজার একটা নিউজ দেখলাম প্রথম আলু তে স্বাধীনতার ৪২ বছর পর প্রথমবারের মতো মুক্তিযুদ্ধে শহীদ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গণশ্রাদ্ধ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আগামীকাল শুক্রবার রমনা কালীমন্দিরে তা হওয়ার কথা ছিল। কিন্তু এক দিন আগে সরকারি হস্তক্ষেপে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলো। News Link আমার কথা এ অনুষ্ঠান সম্পর্কিত না, নিউজের এক জায়গায় আওয়ামী ওলামা লীগের তথাকথিত এক মাওলানা সাব (সভাপতি) ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেছেন "যে ধর্মে পরিষ্কারভাবে বলা হয়েছে আল্লাহ ‘রাব্বুল আল আমীন’ অর্থাত্ আল্লাহ সবার। যে কেউ যেকোনো উপায়ে আল্লাহকে ডাকতে পারে।

এতে অসুবিধার কিছু তিনি দেখেন না। " অথচ আল্লাহ সুবহানাহু ও'তায়ালা পবিত্র কোরআনুল কারিমে ষ্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহ'র মনোনিত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্যকোনো পথ ও পন্থা আল্লাহ সুবহানাহু ও'তায়ালা নিকট গ্রহণযোগ্য নয় এবং কষ্ষিণকালেও গৃহিত হবে না। এখন আমার প্রশ্ন হলো মাওলানা সাব যে কথাটি বলেছেন সেটা তিনি কোথায় পেলেন, কোন দলিলের ভিত্তিতে উনি এটা বললেন? এখন আমরা কি কোরআনের কথা মানব না এই তথাকথিত মাওলানার বোগাস কথা? মনে প্রশ্ন জাগে এরা কি সত্যিই কোরআন ও সহিহ হাদিস পড়েছেন, চর্চা করেছেন নাকি খালি কলসির মতো শুধু লাফালাফি করেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে কোনো কথা বলল, অথচ সে কথা আমার নয় সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। চিন্তা করুন উনি একজন আলেম বলে দাবী করেন, অথচ আল্লাহ সুবহানাহু ও'তায়ালা কথা কোরআন কারিমকে বিকৃত করতে একটুও দ্বিধা করলেন না।

ধিক এসব তথাকথিত লেবাসধারী মাওলানাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।