আমাদের কথা খুঁজে নিন

   

কানাডায় চিত্রশিল্পী ফাহমিদার একক প্রদশর্নী

সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে চিত্রশিল্পী ফাহমিদা হোসেন উর্মীর চতুর্থ ‍একক চিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। শিল্পীর অ্যাক্রেলিক ও তেল রঙে আঁকা ২১টি পেন্টিং নিয়ে দুই সপ্তাহব্যাপী এই প্রদশর্নী অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ পরিবার ও তার বন্ধুরা উপস্থিত ছিলেন।

মন্ট্রিয়লে বসবাসরত চিত্রশিল্পী ফাহমিদা এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। তিনি ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে মাস্টার্স অব ফাইন আর্টস সম্পন্ন করেছেন। ঢাকা, টরেন্টো, মন্ট্রিয়ল, নেদারল্যান্ডস, নেপাল, জাপান, ইরান, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে এখন পর্যন্ত তিনি চারটি একক ও ৫০টি গ্রুপ এক্সিবেশনে অংশ নিয়েছেন।

বর্তমানে শিশুদের চিত্রাঙ্কন শিক্ষক হিসেবে কাজ করছেন 'সেন্টার অব রিক্রিয়েশন' সেন্টারে। এছাড়া বিভিন্ন পাবলিক স্কুল ও প্রতিষ্ঠানে শিশু ও বড়দের চিত্র শিল্পের প্রশিক্ষণ দিচ্ছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.