আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির সমাবেশে সাকার স্ত্রী

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেন ফরহাত কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদেরের বড় প্রতিকৃতি এবং তার মুক্তির দাবি সম্বলিত ব্যানারে ছেয়ে ছিল ওই সমাবেশ।
ফরহাত কাদের বলেন, “সালাহউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী নন। তিনি বাংলাদেশের বিপক্ষে কখনো কাজ করেননি, কথা বলেননি। উনার সব বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।


“আমরা টাইব্যুনাল থেকে সঠিক রায় পাইনি। যে রায় ঘোষণা হয়েছে, সে সম্পর্কে গতকাল ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই সব বলেছেন। আইন মন্ত্রণালয় থেকে রায় ইন্টারনেটে বেরিয়েছে। ”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জোটসঙ্গী জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে রায়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও দলের নেতার মৃত্যুদণ্ডের একদিন পর প্রতিক্রিয়া জানিয়ে সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দেয় বিএনপি।
সালাউদ্দিন কাদেরের রায়ের পর ‘বিচারের নামে প্রতিপক্ষকে নির্মূল ও সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই সমাবেশ করে বিএনপি।


সালাহউদ্দিন কাদেরের ফাঁসির দণ্ডের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণায় পরিবারের পক্ষ থেকে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফরহাত কাদের।
ফটিকছড়ির সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের রায়ের ‘প্রতিবাদে’ বুধবার চট্টগ্রামে ‘সফল’ হরতাল করায় চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তার স্ত্রী।
“গতকাল চট্টগ্রামের মানুষ সর্বাত্মক হরতাল পালন করেছেন। কী আওয়ামী লীগ, কী বিএনপি- কোনো দলের কেউ ঘর থেকে বের হননি। দৈনিক ইত্তেফাকে হরতালের ছবি দেখলে তার প্রমাণ পাওয়া যাবে।

বিকাল ৩টায় তোলা ওই ছবিতে রাস্তা ফাঁকা হয়ে আছে। ”
“এদেশের ৬০ ভাগ, ৯০ ভাগ মানুষ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া রায় বিশ্বাস করে না। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.