আমাদের কথা খুঁজে নিন

   

ভক্তের জন্য রোনালদোর আকুতি

সম্প্রতি মিয়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদ-চেলসি ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। ওই মুহূর্তে অবশ্য শান্তই ছিলেন রোনালদো। নিরাপত্তাকর্মীদের তখনই তিনি আহ্বান জানিয়েছিলেন ভক্তটির প্রতি সদয় আচরণের জন্য। কিন্তু মিয়ামি পুলিশ কানাডার শিক্ষার্থী রোনাল্ড জোকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। এমনকি তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারও করা হতে পারে।


রোনালদো এখন কর্তৃপক্ষের কাছে রোনাল্ডের বিপক্ষে অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন। মামলার আইনি কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, "তাকে কোনো ভাবেই কোনোভাবেই সহিংস ও আক্রমণাত্মক মনে হয়নি। আমি আপনাদের পরিস্থিতি এবং আইনে প্রয়োগের গুরুত্বের কথা বুঝতে পারছি। তারপরও আমি তরুণটির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। "
রোনাল্ডের উকিলের কাছে রোনালদোর উকিল এ চিঠিটি পাঠিয়েছেন।

রোনাল্ড অনেক দিন ধরেই রোনালদোর বড় ভক্ত। ওই ম্যাচে দুই গোল করা রোনালদোকে জড়িয়ে ধরার সময় তার গায়ে রোনালদোর নম্বর লেখা জার্সিও ছিল।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.