আমাদের কথা খুঁজে নিন

   

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আজ থেকে ভারত থেকে আমদানি করা ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হল বাংলাদেশের জাতীয় গ্রিডে। একইসঙ্গে কুষ্টিয়া থেকেই রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ভেড়ামারার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের বিদ্যুৎমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী প্রমুখ।

পরিবেশবাদীদের বাঁধার মুখে প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বর্তমানে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ আসলেও অক্টোবরের শেষ নাগাদ ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানিয়েছেন আমদানি প্রক্রিয়ার সমন্বয়কারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আলমগীর হোসেন। ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছয় টাকার বেশি পড়বে না বলে জানিয়েছেন পিডিবির সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) তমাল চক্রবর্তী।

নভেম্বর নাগাদ ভারতের বেসরকারি খাত থেকে আরও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা রয়েছে।

এই বিদ্যুৎ আসবে ভারতের পাওয়ার ট্রেডিং কোম্পানির কাছ থেকে। ভারতরে উন্মুক্ত বাজারে বিড করে এই বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।