আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে মহিষবাহী ট্রাক দোকানে, নিহত ৩

নাটোরে মহিষবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী ও নৈশপ্রহরীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জ, টাঙ্গাইল, গাইবান্ধা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ

আরও চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

নাটোর : গতকাল ভোর রাতে সদর উপজেলার একডালা এলাকায় মহিষবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকে থাকা মহিষ ব্যবসায়ী গাজীপুরের তাইজুদ্দিন ও হযরত আলী এবং নৈশপ্রহরী মুকুল হোসেন (৫০) নিহত হন।

হবিগঞ্জ : সদর উপজেলার অলিপুরে গতকাল দুপুরে ট্রাক-অটো রিকশার সংঘর্ষে অটোরিকশা যাত্রী মাহমুদা খাতুন (২৬) নিহত হয়েছেন। তিনি একই উপজেলার সুদিয়াখলা গ্রামের নুরুল হকের স্ত্রী।

টাঙ্গাইল : বঙ্গবন্ধুসেতু মহাসড়কের রসুলপুর এলাকায় গতকাল সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

গাইবান্ধা : গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কুপতলা রেলগেট এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী তারা মিয়া নিহত হন। তার বাড়ি একই এলাকার দুর্গাপুর গ্রামে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ভুলতা ইউপির মর্তুজাবাদ সড়কে গতকাল দুপুরে মোটরসাইকেল চাপায় আহাদ মোল্লা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আহাদ একই এলাকার আবদুর রউফ

মোল্লার ছেলে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.