আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের হুমকি উ. কোরিয়ার

উত্তর কোরিয়া নতুন করে আমেরিকার বিরুদ্ধে  যুদ্ধের হুমকি দিয়েছে। আজ শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কমিশন বা 'এনডিসি'র বৈঠকে বলা হয়েছে, কোরিয় উপদ্বীপ ও 'আমেরিকার মূল ভূখণ্ডে'শান্তি চাইলে ওয়াশিংটনকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে বৈরী নীতির অবসান ঘটাতে হবে।

বৈঠক শেষে এনডিসি'র মুখপাত্র বলেন, "আমেরিকাকে মনে রাখতে হবে তাদের নির্বিচারে উস্কানির জবাবে উত্তর কোরিয়ার হামলার মুখে পড়তে হবে। পিয়ংইয়ংকে কোণঠাসা এবং এক ঘরে করার জন্য ওয়াশিংটন যে সব পদক্ষেপ নিয়েছে তা বন্ধ করতে হবে। এরই ওপর কোরিয় উপদ্বীপ এবং আমেরিকার মূল ভূখণ্ডের শান্তি ও স্থিতিশীলতা নির্ভর করবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.