আমাদের কথা খুঁজে নিন

   

স্টুডেন্ট সাইকোলজী

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই

ছাত্র জীবনে আমার কিছু অদ্ভুত চিন্তা-ভাবনাছিল যা মনে হলে এখন হাসি পায়। যেমন - পরীক্ষার হলে যে প্রশ্নের উত্তরটা জেনে বুঝে সুন্দর করে লিখতাম সেটার বেলায় মনে হত - স্যার এটা নিশ্চয়ই ভাল ভাবে দেখবেন আর বুঝবেন আমি কত পড়াশুনা করেছি। আর যে উত্তরটা না জেনে গোজামিল দিয়ে লিখতাম সেটার বেলায় মনে হত - স্যার এটা দেখবেন না - পৃস্ঠা ভরা লেখা দেখেই নাম্বার দিয়ে দেবেন। অথচ এর উল্টোটাও তো হতে পারে, তাই না? এখন মনে হয় কিছু কিছু পরীক্ষায় যে মোটামুটি ভাল লিখেও কম গ্রেডিং পেতাম সেগুলোতে এই উল্ট ঘটনাই ঘটত। কয়েকজন বন্ধুর সাথে আলাপ করে দেখেছি অনেকেই এ'ভাবে চিন্তা করত। তাই মনে হচ্ছে এটা একটা কমন সাইকোলজী - কি বলেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।