আমাদের কথা খুঁজে নিন

   

আমার ইচ্ছে, আমার ভালোবাসা

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড

ইচ্ছে তো হয় দাঁড়াই মানুষের মুখোমুখি সাহসের মুখোমুখি স্বপ্নের মুখোমুখি কবিতার বাড়ান্ত সময়, নিঃস্ব কাব্যে-গল্পে পা-পোড়া অসহায় লঘুদিনের কার্তুজ ফেলে মুখোমুখি হই তোমার নিরুত্তাপ এ দহন যদি হলকা বলাকায় আকাশী বেদনায় প্রগাঢ় কুয়াশা এনে দেয়; অতঃপরও আমার খুব ইচ্ছে হয় তোমার হাতে হাত রেখে শেষ সূর্যাস্থের বিলম্বিত কাতরতা শুনি কান পেতে হয়না আমার মুখোমুখি বসবার অবসর আসোনি তুমিও ততটা কাছে, যতটা এলে কেউ শুনে ফেলে হৃদপিন্ডের ধুকধুকানি কেউ জেনে যায় অভিপ্রায় অবুঝ মনের আমার ইচ্ছে তাই আজ তলনী আমার বধিরতা তাই আজ নপূংশক আমি আর হয়ত শুধু ভালোবাসাকে ভালো না বেসে ইচ্ছেকেই ভালোবেসে যাবো, ইচ্ছেমত।। ১৩/১০/২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.