আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষতিপূরণ দেবে কে-মার্ট

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলসে গতকাল মঙ্গলবারের সংঘটিত অগ্নিকাণ্ডে হতাহত পোশাক কারখানার কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চেয়েছে অস্ট্রেলিয়ার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কে-মার্ট। এক বিবৃতিতে কে-মার্ট এ কথা জানিয়েছে।অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডের অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে।
কে-মার্ট, বি ডব্লিউ ও টার্গেট—অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় এই তিনটি পোশাক বিপণন প্রতিষ্ঠান পলমল গ্রুপের কারখানা থেকে পোশাক নেওয়ার কথা স্বীকার করেছে।
এক বিবৃতিতে কে-মার্ট বলেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাদের একটি প্রতিনিধিদল পলমল গ্রুপের সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও বিকল্প কাজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে তারা আন্তরিক। মঙ্গলবারের ওই অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজন নিহত হন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.