আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষতিপূরণ চেয়ে ফের আদালতে অ্যাপল

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে মার্কিন আদালতে স্যামসাংয়ের বিরুদ্ধে ছয়টি পেটেন্ট নকল করার অভিযোগ আনে অ্যাপল। সে মামলার রায় হয়েছে অ্যাপলের পক্ষে। রায়ে স্যামসাংকে একশ’ পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ পরিশোধের আদেশ দেন আদালত।
সে রায়ের বিরুদ্ধে স্যামসাং আপিল করলে ২০১৩ সালের মার্চে আদালত এ আদেশ শিথিল করে, জরিমানা কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।
এ মামলার বিচারক লুসি কোহ বলেন, প্রকৃত ক্ষতিপূরণ কত দিতে হবে তা নিয়ে ক্যালিফোর্নিয়া আদালতের সিদ্ধান্ত ত্রæটিমুক্ত ছিল না।



এদিকে অ্যাপল স্যামসাংয়ের কাছ থেকে আরো ২৫০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
ইউরোপের ১০টি দেশে অ্যাপল ও স্যামসাংয়ের পেটেন্ট নিয়ে আইনি যুদ্ধ এখনও চলছে। এদিকে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনায় ক্রেতাদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। এদিকে বিক্রির দিক থেকে স্যামসাং অ্যাপলের চেয়ে এগিয়ে গেছে বলেও জানিয়েছে বিবিসি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক জানান, স্যামসাং স্মার্টফোনে কতগুলো চমৎকার ফিচার রয়েছে।

যেগুলো অ্যাপলের আইফোনেও থাকতে পারত। ক্রস লাইসেন্সিংয়ের মাধ্যমে কিছু প্রতিষ্ঠান অ্যাপলের বিভিন্ন ফিচার ব্যবহার করছে।
এদিকে অক্টোবরে এক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছিল, তারা পেটেন্ট সংক্রান্ত মামলায় আর সামনে এগুতে চায় না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.