আমাদের কথা খুঁজে নিন

   

অনেক প্রাপ্তির টেস্ট অবশেষে ড্র

টেস্ট ক্রিকেটের ইতিহাসে হয়তো এটি নিছক একটি ড্র। কিন্তু বাংলাদেশের কাছে জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। অনেক প্রাপ্তির এক টেস্ট। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছেন সোহাগ গাজী। মমিনুলের প্রথম সেঞ্চুরির পর সোহাগ গাজীর বিশ্বরেকর্ড।

টেস্টে তৃতীয়বারের মতো পাঁচ শতাধিক রান। এমন লড়াকু ড্রতে খুশি অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, 'ক্রিকেটারদের পারফরম্যান্সে আমি খুশি। উইকেট থেকে স্পিনাররা সহায়তা পেলে হয়তো ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারত। তবে পরের ম্যাচেও আমরা এই ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।

'

চট্টগ্রাম টেস্ট ড্র হওয়ায় খুশি নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও। তিনি বলেন, 'প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন উইলিয়ামসন ও ওয়াটলিং। এই উইকেটে বোলারদের কিছুই করার ছিল না। তারপরও ছয় উইকেট নেওয়ায় সোহাগকে ধন্যবাদ। তাছাড়া বাংলাদেশ অনেক ভালো খেলেছে।

আমি ইনিংস ঘোষণা করে ঝুঁকিও নিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। তারপরও ড্রতে আমি খুশি। ' প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪৬৯ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৫০১। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করেন কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।

বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৫৬ রান। জিততে হলে ৪৬ ওভারের মধ্যেই লক্ষ্যে পেঁৗছাতে হবে। ওভারপ্রতি দরকার ছিল সাড়ে পাঁচ। কিন্তু বাংলাদেশ তিন উইকেটে ১৭৩ রানের বেশি করতে পারেনি। তাই ম্যাচ শেষ পর্যন্ত ড্র।

তবে শেষ বিকালে সাগরিকার দর্শকদের আনন্দে ভাসিয়েছেন সাকিব আল হাসান। ঝড়ো গতিতে ব্যাট করে হাফ সেঞ্চুরি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাত্র ৩৯ বলে তিনটি বিশাল ছক্কা ও চারটি বাউন্ডারিতে এ রান করেন সাকিব।

কালকের ম্যাচের সবটুকু আলোই যেন নিজের দিকে টেনে নিয়েছেন অলরাউন্ডার সোহাগ গাজী। পরপর তিন বলে কিউই ব্যাটসম্যান অ্যান্ডারসন, ওয়াটলিং ও ব্রেসওয়েলকে আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আদায় করে নেন তিনি।

তাছাড়া সোহাগই টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে প্রথম অলরাউন্ডার যিনি এক টেস্টে সেঞ্চুরির পাশাপাশি হ্যাটট্রিকসহ আট উইকেট নিয়েছেন। তবে এত বড় অর্জনের পরও আবেগকে লাগাম দিয়ে রেখেছেন সোহাগ গাজী। তিনি বলেন, 'আমি এই ম্যাচের কথা ভুলে যাব। মনে রাখলে তো পরের ম্যাচে ভালো করতে পারব না। যা কিছু করব তাই গৌণ মনে হবে।

আমি পরের টেস্টেও ধারাবাহিকভাবে ভালো করতে চাই। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.