আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই তোমার।।

। আমার আমি

১ তোমার পেলে আমি আনন্দেতে মরেই যাবো; এ সত্যি নয়। তোমার বাঁধন জড়িয়ে নিবো। ঘর ভরা সুখ থাকবে, আলোয় ভরা উঠোন থাকবে। উঠোনেতে শিশু থাকবে।

অনন্ত কাল বসে আছি, তোমার আশায় বসে আছি। তোমার কথায় পদ্ম ফুটবে, কবিতারা আলোয় নাচবে। সবুজ পাতার ছায়া হবে। আমি তো এক মরা নদী, কুল ভাঙ্গিনা, ব্যকুল হই না। তুমি এলেই জোয়ার হবে, মাঠের ফসল জীবন পাবে।

হতাশ কৃষক স্বপ্ন দেখবে। মজুর ন্যায্য মুল্য পাবে। শিউলি চাঁপায় উঠোন ভরবে। তোমার আশায় অনন্ত কাল। তোমার জন্য রাত্রি সকাল।

২ জ্যোৎস্না স্নাত এই মায়াবী রাতে, তুমি আমি পাশাপাশি হাত রেখে হাতে। ভাবছো পাগলী মেয়ে কতো স্বপ্ন দেখে, আর কি আছে বলো সব দিয়েছি তোমাকে। জলপরী ডেকে তুমি ঘুম ভাঙ্গাতে, শ্যামা সঙ্গীতের মধু সুরেরও সাথে। আজো ভোর হয় আসে রোঁদ ঘরে, তুমি নেই তাই আঁখি জলে ভরে। ভালো থেকো মায়াবী চাঁদ ঐ আকাশে, আমি একা অন্ধকারে থাকি যে বসে।

... বাঁশী ওয়ালা আবার বাঁজাও সপ্তমী সুর, তোমার বাঁশীর সুরের ধারায় মিলিয়ে যাবো। গান হবো না, কান্না হবো। তোমার বুকে হারিয়ে যাবো, মিলিয়ে যাবো। আমি আমায় খুঁজে পাবো। ৩ ভেজা চোখে শুঁকিয়ে যাওয়া পানির ছাপ, বালিশে রূমাল আর টুকরো কথা।

চারদিকে প্রজাপতি, একটা বাঁধন খুললেই- ঘাস ফড়িঙের দল ছুটে আসবে। ভুল করেও ভুলোনা, আজ তোমার আসবার কাল, আমার বসন্ত বেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।