আমাদের কথা খুঁজে নিন

   

তোমার জন্য মৃত্যু ....



তোমার অহংকারের অহমিকায় দগ্ধ বদনের দাহনে যে বালকের মুখের ছাপ আজ বাহনে বাহনে সে বালকের অপমৃত্যু অপঘাতের অপশনে তুমিই ছিলে দায়ী উদ্ধৃত্ব কোনো এক চরণে কলেজ গেটের বাবলাতলায় দাড়িয়ে থাকত মূর্তির মত কাঠগোলাপ ফাটা তপ্ত রোদে পুড়ত সে অবিরত শুধু তোমায় পাবার ক্ষীণ আশায় ঝড় বাদলার শুষ্ক রোদে কলেজ গেটে দেখা যেত ছাতা হাতে দাড়িয়ে অপমানের প্রতিটি স্তর ছুয়েছিল তার হৃদয় তোমার অপমানে অপমানিত হয়ে কেপে উঠত তার হৃদয় কলেজ গেটের ইট ও যেন প্রকম্পিত তোমার রাগে শিরায় শিরায় রক্ত চলাচল লোহিত কণিকা আগে ভাগে আজ সেই ছেলে ব্যর্থ হয়ে শীতের কুয়াশায় বেড়োয় পথে রাখবে না আর জীবন সে সপে দিবে তোমার পটে সেই প্রত্যাশায় দড়ি হাতে অন্য এক বাবলা তলায় আকাশ বাতাস সাক্ষী রাখে যাবে চলে পৃথিবী ছেড়ে মায়া তবু পিছে ডাকে তোমার স্মৃতি মনে পড়িয়ে প্রকৃতি তাকে বাচতে ডাকে বাস্তবতার বস্তুনিষ্ঠতায় আজ সে কিভাবে হারায় হাত পায়ের শেষ নিশ্বাসে কেমন এক ঝটকা দেয়। তুমি হাটো অন্য রোডে অন্য কোনো বাবলা তলায় অন্য ছেলের হাতে রেখে হাত স্বপ্নে দেখ বাসর রাত ছেলে হারালো ছেলের মত তাতে কি তোমার আসে যায় প্রতিনিয়তই কত ছেলে দিচ্ছে ফেসবুকে তোমায় সায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.