আমাদের কথা খুঁজে নিন

   

ড্রিম চেজারের উড্ডয়ন পরীক্ষা শেষ!

বিশ্বের প্রথম বানিজ্যিক মহাকাশ যান ড্রিম চেজারের প্রথম উড্ডয়নের পরীক্ষা শেষ হয়েছে।

মনুষ্যবিহীন অবস্থায় শনিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড এয়ার ফোর্স বেইজ থেকে উড্ডয়ন শুরু করে ড্রিম চেজার। সেদিনকার আবহওয়া বেশ শান্ত ছিলো বলেই বার্তা সংস্থাগুলো জানিয়েছে। বিমান ঘাঁটি ছাড়ার পর থেকে বেশ মসৃণ গতি, ঠিক করে দেয়া গতিপথেই চলেছে ড্রিম চেজার।

কিন্তু উড্ডয়ন শেষে ল্যান্ড করার সময়েই দেখা দিলো বিপত্তি।

ড্রিম চেজারের বাম পাশের যে ল্যান্ডিং গিয়ার থাকে, কোনো অজানা কারণে সেদিন সেই ল্যান্ড গিয়ার কাজ করেনি। তাই মোজাভে মরুভূমির ল্যান্ডিং রানওয়ের রাস্তা দিয়ে হোঁচট খেয়ে এগিয়েছে ড্রিম চেজার। এতে হবু মহাকাশচারী বিমানটির কিছু ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানটি।

তবে ঠিক কয় ধরনের এবং কতখানি মারাত্মক ক্ষতি তা বিস্তারিত জানায়নি তারা। তবে উড্ডয়নকে সফল বলেই দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান সিয়েরা নেভাদা।

উল্লেখ্য, ড্রিম চেজার নির্মান প্রকল্পের জন্য সিয়েরা নেভাদা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষক প্রতিষ্ঠান নাসার কাছ থেকে ২২৭.৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি সাহায্য পেয়েছে। স্পেস এক্স এবং বোয়িং কর্পোরেশনেও একই ধরনের প্রকল্পে সহায়তা দিচ্ছে নাসা। প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ২০১৭ সালের মধ্যে নাসার মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর জন্য প্রয়োজনীয় বাহন প্রস্তুত করা।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.