আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চাশ বছরে `আই হ্যাভ ড্রিম`

আই হ্যাভ ড্রিম। সর্বকালের সেরা স্বপ্নের উচ্চারণ। স্বপ্ন দেখে, স্বপ্ন দেখানোর সেই কালজয়ী বক্তৃতার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে আগামী বুধবার।

১৯৬৩ সালের ২৮ অগাস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল থেকে সমান অধিকারের স্বপ্ন দেখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। সেখানে দেয়া সেই ঐতিহাসিক বক্তৃতায় দেখানো স্বপ্ন ছড়িয়ে গিয়েছিল লাখো-কোটি মানুষের বুকে।

সেই অমোঘ বক্তৃতার স্মরণে গত রবিবার থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি।

মার্টিন লুথার কিংয়ের স্বপ্ন প্রজন্মের পর প্রজন্মের জন্য শ্রেষ্ঠ আমেরিকান ড্রিম। ক্ষমতার পালাবদলে কৃষ্ণাঙ্গরা একসময় পেয়েছেন নাগরিক সুবিধায় সমান অধিকার, ভোটাধিকার।

যেখান থেকে সর্বকালের সেরা বক্তৃতা `আই হ্যাভ ড্রিম` উচ্চারিত হয়েছিল ঠিক সেদিনই, সেই একই জায়গায় দাঁড়িয়ে ভাষণ দেবেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা। আর তাই গত রবিবার থেকেই লিঙ্কন মেমোরিয়ালে আসতে শুরু করেছে বিভিন্ন শোভাযাত্রা।

এখনও মার্টিন লুথার কিং জুনিয়র 'র দেখানো স্বপ্ন আমেরিকানদের বুকে বেঁচে আছে সেটাই যেন বারবার প্রমাণ হয় এই উচ্ছ্বাসে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.