আমাদের কথা খুঁজে নিন

   

বি,এন,পির জন্য শুকরের মাংস খাওয়ার শামিল হবে, যদি ২৫ শে অষ্টোবরের পর সংসদ হতে বেতনের টাকা নেওয়া হয়।

সুস্থ ধারার রাজনৈতিক সমালোচনা করতে চায়।

বিরুধী নেত্রী মেডাম বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়া সর্ম্পকে একই মুখে একাদিক ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন, কখনো ২৫ শে অক্টোবর আবার কখনো ২৭ শে আক্টোবর হতে বর্তমান সরকার অবৈধ বলে দাবী করেছেন, অবশ্যই তিনি এই রকম দাবী করতে পারেন কারণ যে মানুষ তার নিজের জন্ম তারিখ মনে রাখতে পারেনা তার এই রকম বিভ্রান্তিকর কথা বলা অস্বাভাবিক কিছু নয়। শুধু তায় নয় জিয়াউর রহমান কখন কোন তারিখে স্বাধীনতা ঘোষণা পত্র পাঠ করেছিলেন সেটাও তার স্পষ্ট মনে নেই, তায়তো জিয়াউর রহমানের ১৯৭১ সালের ২৭শে মার্চ স্বাধীনতার ঘোষনা পত্র পাঠের তারিখটা ২৫ শে মার্চ বলে দাবী করেন। মেডামের এই রকম ছোট খাটো ভুল হলে এটা জন্য আমাদের আশ্চর্য হবার মত কিছু নেই। যাই হোক , ২৫ শে বা ২৭ শে অক্টোবর যেটা হোক, মুল কথা হলে মেডামের ভাষ্য অনুযায়ী অক্টোবরের পর হতে বর্তমান সরকার অবৈধ, সংসদের রীতি, নিয়ম আর আইন অনুসারে যেই দিন হতে সংসদ বিলুপ্ত হবে সেই দিন সেই মুর্হুতে হতে সরকারেরও বিলুপ্ত হবে। সংসদ বিলুপ্ত হলে সংসদের সব সদস্য ও প্রধান মন্ত্রী, হুইপ, উপনেতা, মন্ত্রী, বিরুধী দলীয় নেত্রী সবার ক্ষমতা বিলুপ্ত হবে। সুতরাং খালেদা জিয়ার কথা অনুসারে বর্তমানে খালেদা জিয়া তিনি নিজে কোন সংসদের বিরুধী দলীয় নেত্রী নন, তায় বর্তমানে তাকে বিরুধী দলীয় নেত্রী দাবী করলে এটা অবৈধ হবে। যদি ২৫শে অক্টোবর পর হতে বি,এন,পির বা যারা ২৫শে অক্টোবর পর হতে বর্তমান সংসদ অবৈধ বলে দাবী করতেছে তারা যদি এই ২৫ শে অক্টোররে পর সংসদ হতে বিন্দু মাত্র কোন সুবিধা নেন অথবা সংসদ হতে কোন বেতন বা কোন আর্থিক সুবিধা নেন , তা হবে শুকরের হারাম মাংস খাওয়ার শামিল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.