আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা, কাকে যেন লিখেছি

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

তুই যে আমার শ্যামল গাঁয়ে রূপের হাটের রূপসী ললনা তুই যে আমার মন ভুলানো পথের ধারের ঘাসের বুকে ছোট্ট শিশির কণা সে পথ আমার সোনাঝরা দিনের হাসি দোয়েল কোয়েল আর রাখালিয়ার গানের বাঁশি মায়ের শাড়ির আঁচল পাতা শিউলী ফোটা উঠোন কোণের তুলনা হয়না। তুই যে আমার ছোট্ট ছোট্ট পুতুলমনের ছোট্ট একটি চাওয়া তুই যে আমার বাদলা দিনে বেণুবনে রংধনু হাতে পাওয়া সেই রংধনুর বুকে এঁকে দিতাম তোর মুখের ছবি ভালোবাসার দিন ফুরায়না মনে আছে তার সবই নোলক নাকে তোর মুখের হাসির তুলনা মেলেনা। তুই যে আমার স্বপ্নপুরের স্বপনহরিনী কন্যা তুই যে আমার দূর জীবনে সুখের পাখি ময়না সেই সুখের হাটে সওদার ছলে তোর মুখখানি দেখার আশে বারে বারে যেতাম বলে তুই বলতি সর্বনেশে সেই সর্বনেশে সুখের দেখা এখন যে আর পাইনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.