আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের মুদ্রাবাজার

sorry vai

সর্বহারা স্বপ্নে আজও দেখি পুজিপতি, সম্ভ্রান্ধ আকাশ! বিশাল নক্ষত্রবিথীর ছায়াতলে আজ্ও নগ্ন চোখ মেলে টের পাই এক টলমল স্নিগ্দ সরোবর। হারাতে হারাতে তাই এখনও পথের ধুলোয় খুজে পাই স্মৃতির রঙমহল এখনও যেখানে জমা আছে অযুত লক্ষ জীবনমুদ্র্র্র্রা, যদিও মুদ্রাস্ফিতির এ যুগে এ আমার অচল পয়সা, তবু মধ্যরাতের মুদ্রাবাজারে এখনও দু আনায় মেলে অমল ধবল সুখ আর চার আনায় নিখাঁদ প্রেম। তেরো আনায় ঈশ্বর ভাগিয়ে নামিয়ে আনা যায় অনায়াসে আমার মধ্যরাতের মুদ্রাবাজারে। চৌদ্দ আনায় অনায়াসে মেলে শিশিরভেজা ঘাসের উপর আমার শৈশবের সকাল আর ষোল আনায় আদি-অন্ত খনখনে জোস্না! অবশেষে ভোর মেলে দেয় কপট পৃথিবী, নিমিষে কালো ধোয়া আর নাগরিক ঝনঝনে সাঙ্গ হয় আমার মধ্যরাতের নি:স্বঙ্গ মুদ্রাবাজার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।