আমাদের কথা খুঁজে নিন

   

মনির নামক আরো একটি সংখ্যা (!!!) যোগ হলো.....

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

বেচারা মনির.....ক্লাস ফাইভে পড়ুয়া ১৫ বছরের এক ঝলমলে কিশোর। মরে গিয়ে ভালই করেছিস.......৯৫% বার্ন শরীরে নিয়ে কেউ বেচেঁ থাকে না।

এই পরিমান বার্ন নিয়ে যে কটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড বেচেঁ ছিলি, কি ঘৃনা, অভিশাপই না আমাদের দিয়ে গেলি! .........অমানুষিক....অসভ্য রকমের কষ্ট শুধু তুই'ই পাচ্ছিলি এমন নয়। তোর কষ্ট দেখে তোর অতি আপন জনরা তো বটেই আমার মতো অসহায়, নপুংসক কিছু মানুষ নামের কুৎসিত প্রানীও চাচ্চিলাম তুই যাতে চলে যাস। সৃষ্টিকর্তায় গভীর ভাবে বিশ্বাসী হিসেবে একথা হলফ করে বলতে পাির তুই ভাল আছিস ওপারে। তুই তো কষ্ট থেকে মুক্তি পেলি.....কিন্তু তোর স্বজনদের হাহাকার থামাবে কে??? পৃথিবীতে এমন কোন ভাষা, এমন কোন কমফোর্ট নেই যেটা তোর আপনজনদের ব্যাথা কমাতে পারে। ......আমাদের মতো নপুংশকদের কি? ক'দিন পর ঠিকই ভুলে যাব।

কত সহজেই না ভুলে গেছি 'বিশ্বজিৎ'.....'রানা প্লাজা'। পারলে অভিশাপ দিস ওপার থেকে, দয়া করে ক্ষমা করিস না। আমাদের মহান নেতা-নেত্রী গন তো ব্যস্ত জনগনের (!!!) অধিকার রক্ষা আর প্রতিষ্ঠা নিয়েই! তাদের অত সময় কৈ তোর মতো তুচ্ছ একজন (তোরা একেকটা সংখ্যা বৈ কিছুই না তাদের কাছে!!!) পুড়ে মরল না ডুবে মরল তা দেখার। .........আর আমরা 'চুতিয়া পাবলিক' (আমি দু:খিত...) হা করে বসে আছি কখন আবারো ভোট দিয়ে এই 'অসভ্য'দের (আমি মোটেও দু:থিত না) ক্ষমতায় পাঠাবো!!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.