আমাদের কথা খুঁজে নিন

   

মনির- আজ আর একটি নাম নয়

একজন লঘু কবি

প্রিয় মনির, তুমি আজ আমাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রমান করে দিলে আমরা কতটা হিংস্র, বর্বর। তোমার হয়তো জানার বয়স হয়নি যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ইতিবৃত্ত এখানেই শেষ নয়, এখানে শেষ হবেও না, তবুও আমরা দিনশেষে হরতালের পক্ষে বিবৃতি দেব! মনির তোমার কোনদিনও জানা হবেনা- যে আমরা টকশোতে বড় বড় মানবতাবাদী, সুশীল, নিরপেক্ষ!! বাইরে সেই আমরাই পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ডকে বৈধতা দেই শুধুমাত্র আমাদের অন্ধ দলবাজির কারনে! মনির তোমার এও জানা হবে না তোমার শৈশবের দুরন্ত দিনগুলোর কাছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, মানবিকতা, সততা আজ কতটা ফিকে পরে গেছে! প্রিয় মনির তুমি হয়তো জানোনা গণতন্ত্র মানে কি, আজ স্বীকার করছি গণতন্ত্রের মানে আমিও জানিনা! কী হবে এই গণতন্ত্র দিয়ে যা একটি শিশুকে স্বাভাবিক ভাবে বাঁচতে দেয় না! একজন মাকে দেখতে হয় তার প্রিয় সন্তানের জ্বলন্ত লাশ- এমন গণতন্ত্র কি আমরা চেয়েছিলাম? মনির তুমি নিজেকে একটু হলেও ভাগ্যবান ভেবে নিও যে তোমাকে দেখতে হবে না এই জনপদের তোমার সমবয়সী প্রত্যেকটি শিশুর জন্য একটি চরম অনিরাপদ জীবন উপহার দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছি! তোমাকে দেখতে হবে না পরস্পরের প্রতি কতটা ঘৃণা নিয়ে, অবিশ্বাস নিয়ে আমাদের সন্তানেরা বেড়ে উঠবে!! মনির, সুমি, রাকিব, মৌসুমি কিংবা নাম না জানা হাজার শিশুর আর্তনাদ আর এইসব সন্তানহারা মায়েদের অভিশাপের পিঠে দাঁড়িয়ে যে গণতন্ত্র আমাদের জন্য অপেক্ষা করছে তার হাতে লেগে থাকবে এইসব শিশুদের রক্ত! মনির- আজ আর একটি নাম নয়। মনির আজ আমাদের মাঝে ছড়িয়ে পরেছে, এই বাংলাদেশে আজ কোটি মনির। বাংলাদেশের প্রত্যেকটি শিশু এক একজন মনির। এইসব পরিকল্পিত হত্যা দিয়ে মনিরদের মেরে ফেলা যাবেনা। ওরা আজ ফিনিক্স পাখির মতো, ধ্বংসস্তুপ থেকে ওরা বারবার জন্মায়! মনির আমাদের ক্ষমা করো; তোমার রক্ত দিয়ে এই স্বার্থপর জাতি, এই আমরা আমাদের সুনিশ্চিত ভবিষ্যতের লোভে গণতন্ত্র কিনতে চলেছি!! ধিক! আপনারে শতধিক!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.