আমাদের কথা খুঁজে নিন

   

পরিবহন ধর্মঘট ১২টা পর্যন্ত

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার কারণে আজ শুক্রবার রাজধানীতে চলমান পরিবহন ধর্মঘট শিথিল করেছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। সকাল-সন্ধ্যার পরিবর্তে এ ধর্মঘট চলবে দুপুর ১২টা পর্যন্ত।
প্রথম আলো ডটকমকে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
রাজধানীর মতিঝিলে সমবায় ব্যাংক ভবনে গতকাল সন্ধ্যায় খায়রুল আলম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর পরিবারের অভিযোগ, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের টোল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।


এর প্রতিবাদে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে বাস চলাচল প্রায় বন্ধ। হাতে গোনা কিছু বাস চলাচল করতে দেখা গেছে। তবে ধর্মঘটের সুযোগে এখন রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও  ব্যক্তিগত গাড়ির দখলে এখন রাজপথ। তবে গণপরিবহন মূলত বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ।

মোড়ে মোড়ে সাধারণ যাত্রীদের জটলা দেখা গেছে। দু একটি খালি বাস দেখলেই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতে গেলেও বাসগুলো যাত্রী না নিয়েই চলে যায়। আর এ সুযোগে অটোরিকশা চালকেরা হাকিয়েছেন চড়া ভাড়া। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছেছেন ট্রাকে করে। অনেককে আবার গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে রওনা হতে দেখা গেছে।


মিরপুর-১১-নম্বর বাসস্ট্যান্ডে অপেক্ষারত আলামিন সকাল সাড়ে নয়টার দিকে জানান, ১০টার দিকে তাঁর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা হওয়ার কথা।   তেজগাঁও কলেজে তাঁর সিট পড়েছে। তখনো পর্যন্ত তিনি কোনো পরিবহন পাননি। রিকশা ভাড়াও দ্বিগুণ চাচ্ছে।

রিকশাচালকেরা শাহ আলম জানান, ‘রিকশা নেমেছে প্রচুর।

যাত্রী যেহেতু বেশি তাই ভাড়া একটু বেশি তো চাইবোই। ’

জুরাইন থেকে কাওরানবাজার এসেছেন রাসেল নামের একজন জানান, নয়টায় বাসা থেকে বের হয়ে রাস্তায় কোনো বাস না পেয়ে লেগুনায় চড়ে ইতনি দয়াগঞ্জে আসেন। এরপর হেঁটে পল্টন মোড় পর্যন্ত আসতে হয় তাঁকে। সেখান থেকে পিকআপভ্যানে করে বাংলামোটর। এরপর আবার হেঁটে কারওয়ানবাজার।

মোহাম্মদপুর থেকে গুলশানের দিকে যাওয়া যাত্রী রোকন উদ্দিন জানান, হরতালে অফিসে কাজ হয়নি। তাই আজ তাঁদের গুলশানের অফিসে যেতে বলা হয়েছিল। সকালে বাস স্টপেজে গিয়ে জানতে পারেন আজ পরিবহন ধর্মঘট। কিছু না পেয়ে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া জানতে চাইলে দাম হাঁকা হয় তিনশো টাকা।

গাবতলী ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যায়নি।

তবে বিভিন্ন জেলা থেকে আসা বাস ওই টার্মিনালগুলোতে সকালে প্রবেশ করেছে।

এদিকে বিভিন্ন কাউন্টার ধেকে জানানো হয়, যারা আজকের জন্য দূরপাল্লার অগ্রিম টিকিট কেটেছেন তাদেরকে ফোন করে টাকা ফেরত দেওয়া হচ্ছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।