আমাদের কথা খুঁজে নিন

   

পরিবহন ধর্মঘট !

অকৃতজ্ঞের চেয়ে অধম

আজ সকাল ৫টা ৩০ মিনিটে ফজরের নামাজ পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু আমি ভালভাবে আসতে পারলেও হাবভাব দেখে বুঝলাম আজকে রাস্তায় গাড়ি-ঘোড়া তেমন পাওয়া যাবেনা। এর কারণ যানতে পারলাম কোন যেন এক শ্রমিক নেতাকে গ্রেফতার করা হরা হয়েছে এজন্য এঅবস্থা। সত্য সত্যই তাই হল সকাল ৭ টায় এস নিউ মার্কেটে আর গাড়ি পাচ্ছি না। হেটে হেটে বকশি বাজার গেলাম সেখানে দুপুর ২টা পর্যন্ত পার্ছোনাল কাজ করে ভাবলাম এবার বাসায় যাই কিন্তু যা হবার তাই হলো শুনলাম গাবতলী থেকে কোন গাড়ি সাভারে যাচ্ছে না। এর বাস্তবতার জন্য দীর্ঘক্ষন সাহবাগে দাঁড়িয়ে থাকলাম কিন্তু সাভারের কোন গাড়ি রাস্তায় নেই।

শেষ পর্যায়ে রাত্রি যাপনের জন্য এক বন্ধুর বাসা বেছে নিলাম। এখন আমার প্রশ্ন হলো রাস্তায় আজ এমনিভাবে কত লোক যে হয়রানি হয়েছে তার হিসেব নেই। আমি নাহয় কোনমত একটা জায়গা পেয়েছি কিন্তু অনেকের তো তা নাও থাকতে পারে তাহলে তাদের কি অবস্থা ? বিশ্বাস না হয় িএখন ও রাস্তায় দেখে আসতে পারেন। এমনিভাবে দেশের যেকোন ইস্যুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মত সাধরণ মানুষ যাদের বুক ধরোলো অস্ত্র দিয়ে চিড়ে ১০০ ভাগ করলেও কান্না করার বা একটু অনুভূতি পেশ করার মত লোক পাওয়া যাবে না। এক্ষেতে দেশের সকল কি পয়েন্টে বসে থাকা ব্যক্তিদের প্রতি আমার আকুল আবেদন আপনার জনগনের ক্ষতি করে নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করবেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।