আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল সূচি

যখনই তোমাকে মিস করি আকাশ থেকে খসে পরে একটি করে তারা ♥ এমন কোন জ্যোৎস্না রাতে যদি আকাশে তাকিয়ে দেখ একলা চাঁদ বসে কাদছে, কোন তারা নেই তারসঙ্গে... তবে মনে রেখ দোষ তোমারই... আমাকে একা করে দিয়ে তোমাকে এত মিস করার সুযোগ দিয়েছ, আর এখন চাঁদ টিকে একা করে দিলে

১৯৯৬ সালে বালরা হরতাল/ অবরোধ ডেকেছিল জানুয়ারি থেকে মার্চ- ৯০ দিনে ৪৪দিন বাল-সুশীলরা বেশি চিল্লায়্যো না। সবে শুরু। দিন গুনতে থাক। --------------------------- জানুয়ারি ৩, ৪ লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল। জানুয়ারী ৮, ৯ লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল।

জানুয়ারী ১৭ সকাল-সন্ধ্যা হরতাল। জানুয়ারী ২৪ সিলেটে হরতাল। জানুয়ারী ২৭, ২৮ খুলনায় হরতাল। জানুয়ারী ২৯ ঢাকায় হরতাল। ফেব্রুয়ারী ১ বিশ্ববিদ্যালয় এলাকায় হরতাল।

ফেব্রুয়ারী ৩ অর্ধদিবস হরতাল। ফেব্রুয়ারী ৭, ৮ ফেনীতে হরতাল। ফেব্রুয়ারী ১০ রাজশাহীতে হরতাল। ফেব্রুয়ারি ১১ সিরাজগঞ্জে হরতাল। ফেব্রুয়ারি ১৩ দেশব্যাপী অবরোধ।

ফেব্রুয়ারি ১৪, ১৫ দেশব্যাপী ৪৮ ঘণ্টা লাগাতার হরতাল। ফেব্রুয়ারি ২৪, ২৫, ২৬ ও ২৭: লাগাতার অসহযোগ। মার্চ ৯ থেকে ৩০ মার্চ লাগাতার ২২ দিন অসহযোগ। । ফলাফলঃ তত্ত্বাবধায়ক সরকার আদায় হয়ে গেছে।

কার্টেসিঃ গণতন্ত্র নাকি গনতন্ত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.