আমাদের কথা খুঁজে নিন

   

চেলসির ড্র, লিভারপুলের জয়

ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। আরেক স্বাগতিক লিভারপুল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফুলহ্যামকে। গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে চেলসি এবং আর্সেনালের কাছে একই ব্যবধানে হেরে যায় লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে শনিবারও হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বিরতির ঠিক আগে ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল এতোর গোলে এগিয়ে যাওয়া চেলসি। ৬১ ও ৬৮ মিনিটে আইরিশ স্ট্রাইকার শেন লং ও বেনিনের স্ট্রাইকার স্টেফান সেসেগননের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া ওয়েস্ট ব্রমউইচ প্রতিপক্ষের মাঠে মূল্যবান তিন পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছিল।

তবে ইনজুরি সময়ে বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের সফল পেনাল্টি জোসে মরিনিয়োর দলকে আরেকটি হারের লজ্জা থেকে রক্ষা করে। অ্যানফিল্ডে লিভারপুলের সহজ জয়ে জোড়া গোল করে সবচেয়ে বড় অবদান উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের। ২৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি স্বাগতিক দলকে। তিন মিনিট পরই অধিনায়ক স্টিভেন জেরার্ডের কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন স্লোভাকিয়ার ডিফেন্ডার মার্তিন স্কার্তেল। ৩৬ ও ৫৪ মিনিটে দুই গোল করে লিভারপুলের বড় জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

৮ গোল নিয়ে সুয়ারেজ এখন সতীর্থ ড্যানিয়েল স্টারিজ ও ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। তৃতীয় স্থানে থাকা সাউথহ্যাম্পটনের পয়েন্ট ২২। ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে চেলসি। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্সেনাল।

ইংলিশ লিগের অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলা ২-০ গোলে কার্ডিফ সিটিকে ও সাউথহ্যাম্পটন ৪-১ গোলে হাল সিটিকে হারিয়েছে এবং ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এভারটন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.