আমাদের কথা খুঁজে নিন

   

সনেট কবিতা , বাংলার হৃদয় ।। ।।



সনেট কবিতা , বাংলার হৃদয় ।। ********* পরিবেশ বন্ধু বাংলার চেনা মুখ [সনেট মোহাম্মদ মাসুদ মিয়া শাহি ঊষার আকাশে ফুটে উটে রাঙ্গা রবি সবুজ এক দেশ যেন শ্যামল ছবি । মাটে মাটে দুলে কত সোনার ফসল গাছে গাছে ফুলে ফলে রঙ্গিন চিত্রল । হাজার শাখা নদী বয় আপন বেগে সুর তুলে মাঝি গায় ভাটিয়ালী রাগে । মাটি খুঁড়ে কৃষাণ সোনার স্বপ্ন বুনে রাখাল বাজায় বাঁশি হাসি আর গানে । এদেশের রুপ দেখে দুচোখ জুড়ায় শান্তির অমিয় সুধা নদী বয়ে যায় । বিশ্ব মাঝে গৌরবের এদেশ আমার কত মমতায় গড়া নেই জুড়ি তার । এদেশের বিরুচিত ইতিহাস গাঁথা শেষ নেই তাই জানি এত রুপকথা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।