আমাদের কথা খুঁজে নিন

   

সনেট ৭ (চার শত তিন)

আমি ! অতি সাধারণ ! তবে আছে এক মন ! যার বিস্তৃত গগণ , যেথায় লক্ষ-কোটি নক্ষত্রের ঘূর্ণায়ন, ও একটি হৃদয়ের সঞ্চালন, যার পুরাটা অসাধারণ । ২০১০ সালের আলিম পরীক্ষার্থীদের একটি গ্রুপ, যারা থাকতো ৪০৩ নং রুমে, তাদের নিয়ে এই সনেট। (মাহমুদ, মাহবুব, ফয়সাল, ফারুক, আমিনুল, সুমন, মোফাজ্জল, মোস্তফা, আইনুল, জাহিদ, মিয়া ভাই, নুরুজ্জামান, নজরুল, নাজমুল ও ইমরান) সনেট ৭ (চার শত তিন) শান্ত সে “মিয়া ভাই” বাড়ি জামালপুর, যশোরের “জাহিদ” ? ভিন্ন মতের ছেলে, রোমান্টিক “মাহবুব” ? হতে গাজীপুর, “ফারুক” ? লক্ষীপুরী, থাকে নায়ক ছলে। গাজীপুরী “ফয়সাল” ? যেন ইউরোপী, বিবাহিত “আমিনুল” নরসিংদী থেকে, কুমিল্লার “নজরুল” ব্যাতিক্রমী ভিপি মানিকগঞ্জী “নুরুজ্জামান” প্রেম আকে। “সুমন” ? “আইনুল” ? নোয়াখালী প্রেমিক, মায়মানসিংহী “নাজমুল”? চাপাবাজ। “মোফাজ্জল” ? সে আবার পুরা আঞ্চলিক। বরিশালী “ইমরান” ? কবিয়ানী সাঁজ। মাথা নষ্ট “মোস্তফা” ! থাকি তার জ্বালায়, গোপালগঞ্জী আও’লীগ বলে আমায়। সনেট-৭ (Shakespearean) হাসান আল মাহমুদ ১১/১১/১১ (০৯ : ৪০ pm)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।