আমাদের কথা খুঁজে নিন

   

সনেট – ১

“Although to be an artist is to fail and art is fidelity to failure, as Samuel Beckett says, a poem is not one of the last but one of the first things for man.” অদ্ভুত এক সন্ধ্যা নামে নগরের বাঁকে, ঘুরে ফিরে শব্দ কিছু তোমায় ভাবায়; যুবক বিকেল যেমনি করে রাত্রি আঁকে শব্দেরা ঠিক তেমনি করে আঁকে তোমায়। এই লেখাতে আমার কোনো কৃতিত্ব নাই – তোমারই জন্যে জমে শব্দের চোখে জল। ব্যথা যবে বন্ধু বেশে আমায় জড়ায় কাব্য হয়ে ফোটে আমার দুঃখ সকল। চতুর্দিকে ঘটছে কেবল তুমুল ক্ষতি, নতুন ব্যথা দুয়ারে ঐ অপেক্ষমান। তবু আমি আস্থা রাখি নিজের প্রতি – এর সবই কি মিথ্যে? সব শুধুই অভিমান? আঘাতের দাগ মুছে গিয়েছে আঘাতে, সুখে আছি বেঁচে থেকে ব্যথার সাথে। © অদ্রি অপূর্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।