আমাদের কথা খুঁজে নিন

   

মুক্ত বলাকার অপার স্বাধীনতা শূন্যে মেলায় (কবিতা)

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

যখন তুমি ভাল না বেসে অবজ্ঞা দাও তখন আমি অভিমান করি ,বিদ্রোহ করি, তোমাকে অসহযোগিতা করি দিগন্তের গভীরনীলে হারিয়ে যাই,কখনো বজ্রপাতে প্রবল শব্দ করি, আলোর ঝলকানী দেই,কখনো বা কড়া নাড়ি কখনো বা লু হাওয়া ,মরুভূমির মুক্ত বালুকণা,মরীচিকার প্রবঞ্চণায়,প্রখর রৌদ্রে অশান্তির দেবতাকে আহবান করি,তারপর দুমরে মুচড়ে ফেলি ছুটে চলা যান,অগ্নি দিই তাতে, জনপথ জনমুক্ত শপথে আতঙ্ক ছড়াই,। তবু যদি দেখা মেলে তোমার কিংবা তোমার মুখে প্রকাশিত হয় বাঁকা অপরূপ সেই হাসি ,ডানাহীন কোন পরী রূপের জোয়ারে ভাসিয়ে নিয়ে যায় সব জঞ্জাল ,ঘুঘুদের দল হিজলের বনে ,প্রজাপতিরা পাখা মেলে স্মৃতির আঁকাশে তন্দ্রাজালে ধূসর পৃথিবী মায়ামন্ত্রে বশীভূত হয়। নিকষ কালো আধার তৃষ্ণার্ত বসুন্ধরায় নিশিকাব্য রচে যায়,জোনাকির নিভু নিভু আলোকবিন্দু আঁধার ঠেলে আলোকসুধা ঢালে,তখন কারো স্মৃতি কারো দৃপ্তিময় হাসি কারো হৃদয়ভাঙ্গা কান্না মিলে মিশে নতুন কোন সুরে আর্তনাদ করে ওঠে।এভাবে প্রেম বিরহের গান এভাবেই সুপ্তোত্থিতা জেগে ওঠে কালোত্তির্ণ এক কাব্য রচনার প্রত্তাশায়,ধূলিধূসরিত কোন এক সকালে মুগ্ধতার পরশ কামনায় জেগে ওঠে পিয়াসীর তৃষ্ণার্ত ঠোট,সুতীব্র কোন এক চুম্বণ উদ্ধত কোন ওষ্ঠে লক্ষ্যভেদী জিজ্ঞাসা ছুড়ে দেয়।মুক্ত বলাকার অপার স্বাধীনতা শূন্যে মেলায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.