আমাদের কথা খুঁজে নিন

   

মুরগী

ভালো মন ছাড়া মানুষ আর স্বাদহীন ইলিশ মাছ একই কথা

রফিক স্যার আমাদের ইংরেজী শিক্ষক ছিলেন। উনাকে আমরা মুরগী স্যার বলেও ডাকতাম। এর পিছনের ঘটনা হলো, তিনি ছাত্রদের মুরগী বানাতেন আর বলতেন, ডিম পার ডিম পার। সে থেকেই তার নাম মুরগী স্যার। তো একবার আমরা ভাবলাম কিছু মজা করা যাক।

যেই ভাবনা সেই কাজ। আমরা যথারীতি পরিকল্পনা করতে থাকলাম কি করা যায়। পরিকল্পনাও সেট হয়ে গেল। পরেরদিন আমরা পরিকল্পনা অনুসারে স্কুলে গেলাম। তো স্যারের ক্লাস স্টার্ট হতেই আমরা কথা বলা শুরু করলাম।

অম্নি স্যার আমাদের ধরলেন, যথারীতি মুরগি ও বানালেন। আর বলতে থাকলেন, ডিম পার ডিম পার। আমরাও পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করলাম। আমরা সবাই কক কক করতে লাগলাম। স্যার থতমত খেয়ে গেলেন।

আমাদের জিজ্ঞেস করলেন, কিরে কক কক করছিস কেন তোরা? আমরা বললাম, স্যার মুরগী ডিম পারলে কক কক করে, আমরাও ডিম পারছি তাই কক কক করতাছি। বলেই পকেটে করে নিয়ে আসা ডিম বের করে স্যার কে দেখিয়ে বললাম, স্যার এই যে ডিম পারছি। স্যার তো পুরাই অবাক। কতক্ষন কথাই বলতে পারলেন না। এরপর যা ঘঠছে তা আর বলা যাবে না।

ওই টুকু না জানাই ভালো। শুধু জাইনা রাইখেন দুই বেলা করে প্যারাসিটামল খাইছি এক সপ্তাহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.