আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারিতে ‘অগ্নি’

মাহিয়া মাহি ও আরেফিন শুভ অভিনীত সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা মনোয়ার এহতেশাম শীষ গ্লিটজকে বলেন, “কোরবানির ঈদে মুক্তি দিতে না পারা ‘অগ্নি’র মুক্তির দিন ধার্য হয়েছিল চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগে ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অগ্নি। ”

সিনেমার সাফল্য প্রত্যাশা করে শীষ বলেন, “আমরা প্রথমবারের মতো কোনো সিনেমার সম্পূর্ণ শুটিং করেছি বিদেশের মাটিতে।

টানা একমাসেরও বেশি সময় পুরো ইউনিট নিয়ে থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ করা হয়। ”
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিনেমার তার চরিত্রের নাম তানিশা। তিনি একজন ছদ্মবেশী খুনি।

একের পর এক খুন করেন থাইল্যান্ডের ‘খুনি সুন্দরী’ বলে পরিচিতি পাওয়া তানিশা। অন্যদিকে আরেফিন শুভ অভিনয় করেছেন ড্রাগন নামের এক জনপ্রিয়  বক্সিং খেলোয়াড়ের চরিত্রে। যিনি থাইল্যান্ডের বক্সিং চ্যাম্পিয়ন। থাইল্যান্ডের অধিবাসীদের মতোই চলন-বলন ড্রাগনের। ঘটনাচক্রে পরিচয় হয় ড্রাগন আর তানিশার।



মাহিয়া মাহি সিনেমাটি প্রসঙ্গে বলেন, “এ সিনেমার গল্প যখন পড়েছি তখন থেকেই এক ধরনের উত্তেজনা কাজ করছিল। আমার এই স্বল্প ক্যারিয়ারে ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। কাজ করছি আরও ৬-৭ টি সিনেমাতে। এখন পর্যন্ত অগ্নিকেই আমার ক্যারিয়ারের সেরা সিনেমা বলে মনে। ”
‘অগ্নি’তে আরও অভিনয় করেছেন আলীরাজ, ড্যানিসিডাক, ইফতেখার চৌধুরী, পরিমল রোজারিও, শিবা, শানু, কাবিলা, ডেইজি, এবং মিশা সওদাগর।


চলচ্চিত্রর কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহীর বাবু, ভিডিওগ্রাফিতে সাইফুল শাহিন, সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন যৌথভাবে শফিক তুহিন, অদিত এবং আহমেদ হুমায়ূন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.