আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারিতে ‘জীবনঢুলি’

চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা কিনো-আই ফিল্মসের সচিব সানু মালিক গ্লিটজকে বলেন, “আমরা সাধারণত গণগ্রন্থাগারেই আমাদের চলচ্চিত্রগুলোর প্রদর্শনসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করি। সেই ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারিতে ‘জীবনঢুলি’র উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রদর্শনী চলতে থাকবে।”

তিনি আরও বলেন, “‘জীবনঢুলি’ ১ ফেব্রুয়ারি শিলিগুড়ি আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। এরপর ৪ ফেব্রুয়ারিতে ‘৬ষ্ঠ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’র প্রতিযোগিতা বিভাগে ভারতের জয়পুরে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।”

পরিচালক তানভীর মোকাম্মেল, ছবিটির প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশক উত্তম গুহ ও পোষাকের দায়িত্বপালনকারী অভিনেত্রী চিত্রলেখা গুহ জয়পুর চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন।

তিনি আরও জানান, ২৭শে জানুয়ারি পরিচালকের উপস্থিতিতে কলকাতার গোর্কি সদনে ‘জীবনঢুলি’র একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ‘আইজেনস্টাইন সিনে ক্লাব’।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.