আমাদের কথা খুঁজে নিন

   

আশুরার মিছিল নিয়ে সংঘর্ষ, নিহত ৮

পাকিস্তানের রাওয়ালপিন্ডির রাজাবাজার এলাকায় গতকাল শুক্রবার পবিত্র আশুরার মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এ ছাড়া একটি বিপণিকেন্দ্র পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে রাওয়ালপিন্ডি শহরে কারফিউ জারি করা হয়েছে। দ্য ডন অনলাইনের খবরে আজ শনিবার এ কথা জানানো হয়।

পাঞ্জাব সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উত্তেজনাকর পরিস্থিতির কারণে রাওয়ালপিন্ডি শহরে কারফিউ জারি করা হয়েছে।

এ ছাড়া আগামী রোববার পর্যন্ত ওই এলাকার মোবাইল ফোন সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  

ওয়াসিম আহমেদ নামে এক পুলিশ কর্মকর্তা জানান, পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মতাবলম্বীরা মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন পথ অতিক্রম করে রাজাবাজার এলাকায় যাওয়ার পর সুন্নি মতাবলম্বীদের মসজিদ থেকে এ ধরনের মিছিলের বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়। তখনই শিয়া ও মুন্নিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে গিয়ে পদদলিত হওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে।

রাওয়ালপিন্ডি জেলা হাসপাতালের চিকিত্সক কাশিম খান জানান, ওই ঘটনায় এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৪৪ জন। তাঁদের এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ১৩ জন গুলিবিদ্ধ বলে তিনি জানান।



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.