আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনে ত্রাণকাজে অনলাইন মানচিত্র

সাম্প্রতিক সময়ে ফিলিপাইনে ঘটে যাওয়া টাইফুন হাইয়ানে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণকাজে ব্যবহার করা হচ্ছে অনলাইন মানচিত্র। বিশেষ করে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন তথ্য স্বেচ্ছাসেবকেরা মানচিত্রে তুলে দিচ্ছেন ইন্টারনেট ব্যবহার করে। এ কাজটি হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপের (ওএসএম) মাধ্যমে। আন্তর্জাতিক রেডক্রসের কাজে সহায়তা করতে দরকারি বিভিন্ন তথ্য মানচিত্রে তোলার কাজটি করছেন চার শতাধিক স্বেচ্ছাসেবক। সর্বশেষ খবর অনুযায়ী, ফিলিপাইনের দুর্গত এলাকার সাত লাখের বেশি তথ্য ইতিমধ্যে এ মানচিত্রে যুক্ত করা হয়েছে।



এ মানচিত্র নানাভাবে দুর্গতদের সাহায্যে এগিয়ে গেছে এমন সংস্থার সদস্যদের সাহায্য করছে। বিশেষ করে কোন এলাকায় কখন খাদ্য, পানিসহ অন্যান্য ত্রাণ সরাবরাহ করা উচিত, কোথায় জরুরি ভিত্তিতে দ্রুত সেবা দেওয়া উচিত এসব বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়তাকর্মীরা মানচিত্র দেখছেন।

এ সেবা বিষয়ে যুক্তরাষ্ট্রের রেডক্রসের কর্মকর্তা ডেল কান্স জানান, আন্তর্জাতিকভাবে সেবা কার্যক্রমের পরিধি বাড়াতে ওএসএমসহ নানা ধরনের মুক্ত সফটওয়্যার প্রকল্প নিয়ে কাজ করছে রেডক্রস। এতে সেবা দেওয়ার ক্ষেত্রে বেশ সুবিধা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
২০০৪ সালে উইকিমিডিয়া বিনা মূল্যে বিশ্ব মানচিত্র হিসেবে ওএসএম (www.openstreetmap.org) তৈরি করে।



বর্তমানে এর ব্যবহারকারী ১০ লাখের বেশি। উইকিপিডিয়ার অন্যান্য প্রকল্পের মতোই ওএসএমও চাইলে ব্যবহার করার পাশাপাশি সম্পাদনা করা যাবে। এ ধরনের মানবিক বিপর্যয়ে ওএসএম ব্যবহার এবার প্রথম নয়, বিভিন্ন সময় হয়ে থাকে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে দ্রুত সময়ে দুর্গতদের সহায়তার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম বেশ সহায়ক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ম্যাশেবল এবং দ্য আটলান্টিক অবলম্বনে কাজী আলম

 

 



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.