আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনে ১০ হাজার মানুষের প্রাণহানি আশংকা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে গত শুক্রবার ভোরে আঘাত হানা শক্তিশালী টাইফুন হাইয়ানের আঘাতে ১০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

রোববার সকালে তাকলোবান শহরের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানান, আমরা প্রদেশটির গর্ভনরের সঙ্গে গত রাতে ঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝড়ে ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

টাইফুন হাইয়ানের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে লিতি প্রদেশের তাকলোবান শহর। এর আগে হাইয়ানের আঘাতে প্রায় ১২শ’ মানুষ মারা গেছে বলে জানিয়েছিল দেশটির রেডক্রস।

তবে পাঁচ নম্বর ক্যাটাগরির টাইফুনটি স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় (গ্রিনিচমান সময় বৃহস্পতিবার ২১টায়) ২৭৫ কিলোমিটার বেগে আঘাত হানার পর শনিবার সকালে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, টাইফুনের তাণ্ডবে প্রায় ১২০ জন নিহত হয়েছে।

প্রচন্ড বেগে আঘাত হানা টাইফুনটি বহু ঘরবাড়ি বিধ্বস্ত করেছে, ঘটেছে ভূমিধস। বিদ্যুত ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সম্ভবত ঘণ্টায় ১৯৫ মাইল বেগে সুপার টাইফুন আঘাত হেনেছে। আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রেকর্ড করেছে এটি।

প্রতিবছর ফিলিপাইনে গড়ে ২০টি করে টাইফুন আঘাত হানে। ২০১১ সালে টাইফুন ওয়াশির আঘাতে কমপক্ষে ১ হাজার ২শ জন নিহত এবং ৩ লাখ মানুষ ঘরছাড়া হয়। ঝড়ে ১০ হাজারের বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়ে যায়। আর গত মাসের ভূমিকম্পে ২ শতাধিক লোক মারা যায়।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.