আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ২০

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু এবং বহল শহরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। ধ্বংস্তুপের নিচে বহু মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ১২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

সেবু এবং বহল দ্বীপ ফিলিপাইনের অন্যতম বড় পর্যটন শহর হিসেবে পরিচিত। এ ছাড়া, রাজধানী ম্যানিলার পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ও অর্থনৈতিক শহর হিসেবেও সেবুর খ্যাতি রয়েছে।

ভূমিকম্পের ফলে বহু ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিকম্পে সেবু শহরের একটি মাছের বাজারে ভবন ধসে পড়লে এর নিচে চাপা পড়ে একসঙ্গে চার জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও বহল এবং সেবু শহরের বিভিন্ন ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে বাকি ১৬ জন নিহত হন। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পুরনো গির্জা ও আধুনিক ভবনগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পরপরই অন্তত চারটি ‘আফটার শক’ অনুভূত হয়েছে।

এসব ভূকম্পণের সবগুলোর মাত্রা ছিল ৫ এর বেশি। ভূমিকম্পের পরপরই আবার ভূকম্পন অনুভূত হলে তাকে আফটার শক বলে।  

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.