আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনায় আসুন, বিএনপিকে এরশাদ

সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “আসুন আমরা একসঙ্গে বসি। কথা বলি। ”
তিনি বলেন, সংকট নিরসনে আলোচনার জন্য প্রধানমন্ত্রী একবার এগিয়ে এসেছেন।
“এবার আমরা এগিয়ে যাই,” বিরোধী দলের উদ্দেশ্যে বলেন সদ্য মহাজোট থেকে বেরিয়ে আসা জাতীয় পার্টির চেয়ারম্যান।
আলোচনায় সংকট নিরসনের ব্যাপারে সরকার আন্তরিকতা না দেখালে সবাই মিলে নির্বাচন বর্জন করার সুযোগ থাকছে বলেও মনে করেন তিনি।


এরশাদ বলেন, “যদি দেখি সরকার আন্তরিক নয়। তাহলে সবাই মিলে নির্বাচন বর্জন করবো। ”
গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনে যাওয়ার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, “যদি দেখি নির্বাচনে কারচুপি হচ্ছে তাহলে আমরা নির্বাচন বর্জন করবো। ”
ফাইল ছবি জাতীয় পার্টি নির্বাচনমুখী দল জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, নির্বাচন না করলে দল থাকে না। কর্মীরা থাকে না।


ফাইল ছবি
নির্বাচনকালীন সরকার নিয়ে চলমান অস্থিরতার জন্য প্রধান দুই দলকে দায়ী করেন এরশাদ।
তিনি বলেন, বর্তমানে যে সহিংসতা হচ্ছে, মানুষ মরছে তা ক্ষমতার দ্বন্দ্বে-মানুষের জন্য নয়।
সংকট নিরসনে বিএনপি এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “আশা করি বিএনপি এগিয়ে আসবে। সব দল এগিয়ে আসবে। সংকটের সমাধান আমাদেরই দিতে হবে।


এই সংবাদ সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.