আমাদের কথা খুঁজে নিন

   

‘নিঃশর্ত আলোচনায় খালেদার সায়’

শনিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকের পর এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা সংকট নিরসনে নিঃশর্তভাবে দুই দলের মহাসচিবকে আলোচনায় বসার জন্য বিরোধীদলীয় নেতার কাছে প্রস্তাব করেছি। এই প্রস্তাবে বিরোধীদলীয় নেতা রাজি হয়েছেন। ”
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত পৌনে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বৈঠক চলে।
কাজী আকরাম বলেন, “আমরা এখন এই প্রস্তাবটি আওয়ামী লীগের সঙ্গে আলাপ করবো। যাতে ২/১ দিনে দুই মহাসচিবকে আলোচনার বসার ব্যবস্থা করা যায়।


এফবিসিসিআইয়ের এই প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে সাবেক বাণিজ্যমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “এফবিসিসিআইয়ের এই প্রস্তাবকে বিএনপি স্বাগত জানিয়েছে। আমরা চাই- মহাসচিব পর্যায়ে আলোচনা শুরু হউক। তারপর সেখানে সংলাপের আলোচ্যসূচি কি হবে- তা নির্ধারিত হবে। ”
নির্বাচন নিয়ে চলমান সংকট ও বিরোধী দলের হরতালসহ নানা কর্মসূচির ফলে অর্থনীতির উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনায় ব্যবসায়ী নেতারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ৫০ সদস্যের প্রতিনিধিদলে এম এ কাশেম, আবদুল আউয়াল মিন্টু, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আনিসুল হক, এ কে আজাদ ছাড়াও এফবিসিসিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এছাড়া ছিলেন এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বিজেএমইএর সভাপতি আতিকুল ইসলাম, ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন, উইম্যান এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভানেত্রী নাসরিন আউয়াল মিন্টু।
অন্যদের মধ্যে বিজেএমইর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনিরুজ্জামান, বায়রার সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার এবং এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ ব্যবসায়ী নেতা বৈঠকে অংশ নেন।
খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.