আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনায় সাড়া দিন: হাসিনা

তিনি বলেছেন, “আমরা আলোচনার কথা বলেছি, আলোচনায় সাড়া দিন। আর কত মানুষ হত্যা করবেন? মানুষ হত্যা বন্ধ করুন। সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন। ”
মতিঝিলে খালেদা জিয়ার জনসভার কয়েকঘণ্টা আগে শনিবার গণভবনে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
সংলাপে প্রস্তাব দেয়ার পর শনিবারই প্রথম কোনো জনসভায় বক্তব্য দিতে আসছেন বিএনপি চেয়ারপারসন।

এতে সরকারের প্রস্তাবের প্রতিক্রিয়া তিনি জানাবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
সাভারে ধসে পড়া ভবনে উদ্ধার কার্যক্রমের জন্য বিএনপিকে এই সমাবেশ না করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
তিনি শনিবার বলেন, “তারপরও উনারা সমাবেশ করবেন, এটা না করে ওই অর্থ তিনি সাভারের দুর্গতদের দিতে পারতেন। উনি সমাবেশ করে আমাদের গাল-মন্দ করবেন, তারপর গাড়ি ভাংচুর করবেন। ”
শেখ হাসিনা বলেন, বিরোধী দলের আন্দোলনের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার বানচাল করা।


“মুক্তিযুদ্ধের চেনতায় দেশ গড়বো। এদেশে রাজাকারের ঠাঁই হবে না। তাদের (যুদ্ধাপরাধী) বাঁচাতে পারবেন না। এদের বাঁচাতে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করুন। ”
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর চিহ্নিত হত্যাকারী আব্দুর রশিদের ‘বিরোধীদলীয়’ নেতা হওয়ার ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “কীভাবে তিনি (খালেদা জিয়া) খুনিদের প্রশ্রয় দেন?”
বঙ্গবন্ধুর ঘাতক এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় বিরোধীদলীয় নেতা আন্দোলনের নামে মানুষ হত্যা করছে অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি তার দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন।


“বিএনপি নেত্রী এদের (মানবতাবিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে মামলা চলছে) রক্ষা করতে পারবে না। বিএনপি এদের রক্ষায় তাণ্ডব করছে, সঙ্গে আছে জামাত। জনগণকে ঐক্যবদ্ধ করে এদের প্রতিহত করতে হবে। ”
সংগঠনকে শক্তিশালী করে জনগণের কল্যাণে দলের সব পর্যায়ের সদস্যদের কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, “এদেশের জনগণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কারো দরদ নেই। ”
দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও প্রধানমন্ত্রী এসময় তুলে ধরেন।


বরগুনা ও পটুয়াখালীর মাঝামাঝি রামনাবাদে সমুদ্রবন্দর, ওই এলাকায় নৌ-বাহিনীর বর্তমান ঘাঁটিকে পূর্ণাঙ্গ করা, জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙা শিল্প গড়ে তোলার কথার সরকারের ইচ্ছার কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
ওই এলাকায় সরকার জলদস্যুদের মোকাবেলায় সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও শেখ হাসিনা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই সাভারের ভবন ধসের ঘটনায় নিহতদের প্রতি শোক, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনায় যারা অঙ্গ-প্রতঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন, তাদের প্রশিক্ষণ এবং পুনর্বাসনের পদক্ষেপ সরকার নিয়েছে। ইতোমধ্যে এক হাজার শ্রমিকের চাকরির ব্যবস্থাও করা হয়েছে।


অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে কাজী জাফর উল্যাহ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী ও শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.