আমাদের কথা খুঁজে নিন

   

শিশু পর্নোগ্রাফি বন্ধে গুগল-মাইক্রোসফট

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়েবে শিশু পর্নোগ্রাফির সার্চ করতে যে ‘সার্চ টার্ম’ ব্যবহৃত হয়, সেগুলো চিহ্নিত করার জন্য কাজ করছে মাইক্রোসফট এবং গুগল।
প্রকল্পের আওতায় আগামী ছয় মাসের মধ্যে ইংরেজিসহ ১৫০টি ভাষায় ওই সার্চ টার্মগুলো চিহ্নিত করার পর সার্চ অ্যালগরিদমে পরিবর্তন এনে সেগুলো ব্লক করে দেওয়া হবে।
এ বিষয়ে গুগলের চেয়্যারম্যান এরিক স্মিড ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি সানে লেখা এক কলামে জানিয়েছেন, নতুন সার্চ প্রযুক্তিটি দাঁড় করাতে ২০০ কর্মী তিন মাসেরও বেশী সময় ধরে কাজ করছেন। আর এর পেছনে মাইক্রোসফটের বড় অবদান রয়েছে বলেও জানিয়েছেন স্মিড।
ওয়েবে শিশু পর্নোগ্রাফি ঠেকাতে দীর্ঘদিন ধরে কাজ করছে গুগল এবং মাইক্রোসফট। দুটি প্রতিষ্ঠানই এতোদিন আলাদাভাবে কাজ করলেও এই প্রথমবারের মতো জোট বাঁধছে। অন্যদিকে শিশু পর্নোগ্রাফি ভিডিও চিহ্নিত করে সাইট থেকে ডিলিট করার নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে শীর্ষ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবও।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.