আমাদের কথা খুঁজে নিন

   

আড়াই বছরের শিশু ধর্ষন : মানবিকতা কোথায় গিয়ে পৌছেছে : ওনারা নারী..!

মহেফাজতকে রুখতে শুক্রবার বিকাল থেকে গণজাগরণ মঞ্চের অবেরাধ ঝিনাইদহে আড়াই বছরের শিশু ধর্ষনের শিকার- এমন সংবাদ শুনলে অনেক ঘৃনা হয় নিজেদের প্রতি। কোথায় গিয়ে দাড়িয়েছে আমাদের দেশের পুরুষদের মানসিকতা???? এত লালসা? এত মোহ? এই শিশুটিও রেহাই পেলোনা নরপশুদের হাত থেকে। গত কয়েকদিনে-- টাঙ্গাইলের মেয়িটিকে গণধর্ষন। মিরপুরে ৫ বছরের বাচ্চাকে ধর্ষনসহ এমন অমানবিক খবর শুনে মার্মাহত হচ্ছি। মনে হচ্ছে এ বিষয়ে সবাইকে সচেতন করা দরকার। একই সঙ্গে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে যৌন ক্ষমতা নষ্ট করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা আবশ্যক। এ শাস্তি দেওয়া উচিত পূর্ব ঘোষিত হরতালের মতো দিন তারিখ নির্ধারন করে জনসমক্ষে। আরও মার্মাহত হই দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকা দেখে। প্রধান দুই দলের নেতা হলেন মহিলা। আর ধর্ষনের মতো এমন অমানবিক কর্মকান্ডের বিষয়ে তাদের কোনও কক্তব্য কিংবা কর্মসূচী নেই!!!!! বাড়ি হারালে হরতাল আছে- নিজ জাতি তথা কোনও নারি তার ইজ্জত হারালে হরতাল তো পরের কথা মানববন্ধনও নেই... আবার বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা হারালে ক্ষমতা পেতে রাজপথে নামবেন/ নামাবেন কিন্ত এখন কোনও কর্মসূচি নেই--- ওনারা নারী......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.