আমাদের কথা খুঁজে নিন

   

মিসরে গাড়িবোমা হামলায় ১০ সেনা নিহত

মিসরে সিনাই উপদ্বীপের এল-আরিশ শহরের কাছে একটি গাড়িবোমা হামলায় অন্তত ১০ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন। এ হামলায় অন্তত ৩৫ জন আহত হন। গুরুতর আহতদের বিমানযোগে রাজধানী কায়রোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময় গতকাল দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। দেশটির আল-মাসরি আল-ইউম পত্রিকা জানিয়েছে, পদাতিক সেনাদের একটি গাড়িবহর রাফাহ থেকে এল-আরিশ যাওয়ার সময় খারৌবা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

গত জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর মিসরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।

এদিকে আন্দোলনকারীদের বিক্ষোভে আবারও উত্তাল হলো কায়রোর তাহরির স্কয়ার। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশের গুলিতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.