আমাদের কথা খুঁজে নিন

   

একজন ফুটবলার যখন জিহাদী অতপর মৃত্যু

স্বাধীন বাংলাদেশে জন্ম
জার্মান জাতীয় দলের বর্তমান ফুটবলার সামি খেদিরা ও কেভিন প্রিন্স বোয়েটাংয়ের নাম অনেকেই শুনেছেন। তাদের সঙ্গে বুরাক কারান নামের একজন ফুটবল খেলতেন। সঠিক পাসিং এবং বল নিয়ন্ত্রন ভালো পারদর্শি ছিল। জার্মানি অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেন। সর্বশেষ খেলেছেন ২০০৮ সালের ২৯ মার্চ, তার দল আলেমানিয়া আখেনের হয়ে।

পরবর্তীতে সেই ফুটবলার হয়ে যান জিহাদি, এরপর সিরিয়ায় গমন এবং সেখানে মৃত্যু। সিরীয় যুদ্ধে আহতদের চিকিৎসা সহায়তা দিতে সাত মাস আগে স্ত্রী ও দুই সন্তানসহ সিরিয়া-তুরস্ক সীমান্তে গিয়েছিলেন কারান। ২০১০ সালেও একবার আফগানিস্তান যাওয়ার চেষ্টা করেছিলেন। মৃত্যুর সপ্তাহ খানেক আগে রাইফেলসহ একটি ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে পোস্ট করেছিলেন কারান। তার নিচে লিখেছিলেন, তিনি সিংহের মতো যুদ্ধ করছেন।

জিহাদির সঙ্গে একসাথে যুদ্ধ করে তিনি আনন্দই পাচ্ছেন। ২০ বছর বয়সে ফুটবল খেলা ছেড়ে দেন জার্মানিতে জন্ম নেয়া ও বেড়ে ওঠা কারান। এরপর কেটে গেছে পাঁচ বছর। তারপর আবার খবরে এলেন তিনি। সম্প্রতি জার্মানির জনপ্রিয় ‘বিল্ড' ও বৃটিশ 'ডেইলি মেইল' পত্রিকা জানিয়েছে, অক্টোবরের প্রথম দিকে সিরিয়ায় আকাশ থেকে তুর্কি সীমান্তবর্তী গ্রাম আজাজে চালানো এক হামলায় নিহত হয়েছেন কারান।

তার ভাই মুস্তফা এই খবর দিয়েছেন। জার্মানির অনূর্ধ্ব-১৭ দলে হয়ে কারানের অভিষেক হয় ২০০৩ সালে। এরআগে ১৬ দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন তিনি। অনুশীল করেছেন বুন্দেসলিগার বায়ার লেভারকুচেন, হার্থা বার্লিন, হামবুর্গ ও হ্যানোভারের মতো জায়ান্ট দলের সঙ্গে। মিডফিল্ডার কারান যখন আখেন দলে যোগ দেন সেসময় কোচ তার সম্পর্কে বলেছিলেন, ‘সে ভালো পাস দিতে পারে।

বল নিয়ন্ত্রণে রাখতেও পারদর্শী তিনি। ’
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.