আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ায় তাজরীন প্রতিবাদ মঞ্চ

'তাজরীন গার্মেন্টে অগি্নকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ'- ব্যানারে প্রতিবাদ মঞ্চ স্থাপন করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। গতকাল দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পুড়ে যাওয়া ওই পোশাক কারখানাটির পাশে এ প্রতিবাদ মঞ্চ স্থাপন করা হয়।

নিহত শ্রমিকদের আত্দার মাগফিরাত ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি। এ সময় শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। গানের মাঝে বক্তব্য দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। তারা অভিযুক্ত মালিকের বিচার ও প্রাপ্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়। এ ছাড়া বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি সাভার-আশুলিয়া শাখার সমন্বয়ক আমিনুল ইসলাম শাহা বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যেখানে শ্রমিকদের তালাবদ্ধ করে আগুনে পুড়িয়ে মারার পরেও মালিককে বিচারের আওতায় আনা হয় না। পোশাক খাতের শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখলেও তাদেরই বেশি অবহেলা করছে এদেশের সরকার। অবিলম্বে তাজরীন ফ্যাশন্সের মালিক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং নিহত শ্রমিকদের লস অব আর্নিং নীতিমালার ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। এ সময় কারখানার কর্মপরিবেশ উন্নয়নে লোক দেখানো কাজের পরিবর্তে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তাজরীন গার্মেন্টে হতাহত শ্রমিক ও তাদের স্বজন এবং শিল্পাঞ্চলের কর্মরত বিভিন্ন গার্মেন্ট কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগি্নকাণ্ডের ঘটনায় সরকারি হিসাবে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয় আরও ৩ শতাধিক শ্রমিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.