আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের রাজনৈতিক-সমাজের বর্তমান অবস্থা এবং শেয়ালের কাছে মুরগী পাহারা(একটি মেগা পোস্ট)

************************* আমাদের রাজনৈতিক অবস্থা হচ্ছে শেয়ালের কাছে মুরগী পাহারা দেয়ার মতো । মুরগীর খোঁয়াড়ের সামনে শেয়ালকে পাহারা দিতে দিয়ে বলে ________খবরদার মুরগী খাবেনা ! মুরগীর খাঁচায় এরকম কিছু শেয়ালের নমুনা আপনাদেরকে বলি br /> - লাখ লাখ টাকা ঘুষ খেয়ে চাকরীতে নিয়োগ দিয়ে আপনাকে শেখায় ;ঘুষ খেয়ো না । -দূর্নীতি দমনের কমিশনের চেয়ারে বসে রক্ষক ভক্ষক হয়ে যান এবং স্বীকৃত দুর্নীতিবাজদের সৎ ও নীতিবান বলে চালিয়ে দেওয়া হয় । -প্রধানমন্ত্রী কর্তৃক সাবেক যোগাযোগ-মন্ত্রী আবুল হোসেন পদ্মা সেতুর দূর্নীতিতে জড়িত প্রমানিত হওয়ার পরও তাকে দেশপ্রেমিক উপাধি দেওয়া হয় । -সিগারেটের অবাধ সরবরাহ বন্ধ না করে প্যাকেটের গায়ে লিখে দেয় ;সংবিধীবদ্ধ সতর্কীকরণ , ধুমপান সাস্থের জন্য ক্ষতিকর ! -স্বীকৃত রাজাকার মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রী থাকাকালীন ১৭ টি মদের বার এবং ২ টি পতিতা পল্লীর স্বীকৃতি দিয়েও ধর্ম রক্ষা করেন ।

-দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেউল্যা সাহেব নিজে বেগানা মেয়েদের সাথে ফোনে আলাপ করে মেশিন গরম করতে চান আর সারা জীবন এসবের বিরুদ্ধে ওয়াজ নসিহত করে এসেছেন । । :p এরকম আরো অনেক শেয়াল আছে আমাদের চারিপাশে যা আমাদের এই দেশটাকে মুরগী মনে করে ছিড়ে ছিড়ে খেয়ে চলেছে................................................। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন ? এক শ্রেনীর মানুষ আছে যারা খেয়ে ফেলবে জেনেও এরকম শেয়ালের কাছে বার বারই তাদের মুরগী পাহারা দিতে দেন ! তারা হচ্ছেন এসব শেয়াল গোষ্টীর ইউনিক সাপোর্টার ! তাদেরকে গিজ্ঞেস করেন কোন যুক্তিতে আপনারা এদেরকে সাপোর্ট করেন ? তাদের বেশির ভাগই গ্রহনযোগ্য উত্তর দিতে পারবেন না। তারা হচ্ছেন হুজুগে জনগন ।

তাদের নেতারা দোষ করলেও সাপোর্ট করবেন না করলেও সাপোর্ট করে যাবেন ! তাহলে দোষটা কার ? রক্ষক হয়ে ভক্ষকের নাকি মুরগী মালিকের যারা এদেরকে বার বার রক্ষক হয়ে ভক্ষক হওয়ার সুযোগ দিচ্ছে ? ...................................................................... আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তখন তারা নিজেদের ভুল বুঝতে পারেনা । ক্ষমতায় থেকে সরকার যা কিছু করে সব ঠিক , কিন্তু বিরোধী দলের কাছে তা ভুল । কিন্তু বিরোধী দল যখন ক্ষমতায় যায় তখন ওই একই কাজ তার কাছে আর ভুল থাকেনা ! হরতাল-অবরোধ, আন্দোলন-মানব বন্ধন করে তারা সমস্যা সমাধানের যে চেষ্টা চালায় তাতে জনগনের কবে কি লাভ হয়েছে ? তারা ক্ষমতায় আসার জন্য এসব করে জনমনে আতংক সৃষ্টি করে, শিক্ষার্থীরা সেশন জটের কবলে পরে , বিশ্বজিৎ -আবু বকররা নিহত হয় , শাকিলের মত সপ্নবাজ তরুণরা খুনি সাজে আর তাদের বাবা-মা্যেরা ঘৃণায় হার্ট এটাকে মারা যায় ! তাতে ওই রাজনৈতিক দলের কি আসে যায় ? বিনিময়ে তারা ক্ষমতায় আসে আর জনগনের টাকায় সম্পদের পাহাড় বানায় ! এটা কী জনগনের সাথে মশকাড়া না ? তাই আজ বাধ্য হয়ে আমাদের গনতন্ত্রের সংজ্ঞা দিতে হয় এভাবে " জনগনের দারা , জনগনের জন্য নির্মিত , বাঁশ মারার ব্যাবস্থাকেই বলে গনতন্ত্র " অথচ এসব সমস্যা হতোনা আজ যদি সর্বত্র জ্ঞানের চর্চা, সঠিক মেধার চর্চা করার সুযোগ থাকতো । সক্রেটিসের সেই বিক্ষ্যাত উপদেশ "Know Thyself" যদি আজ আমরা সবাই ফলো করতে পারতাম তাহলে এই সমাজের এমন হাল হতোনা । নিজেকে জানার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের ভুলটাকে জানতে পারতাম , শুধরাতে পারতাম , সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম ।

নিজের দায়িত্বটা যদি নিজেই বুঝেন তাহলে আর ওসব আন্দোলন-ফান্দোলনের কোন দরকার আছে? এই দেশ আমাদের ;১৭ কোটি নাগরিকের । কোন বিশেষ রাজনৈতিক দলের না । আমার ফেসবুক প্রোফাইল :Spy Masud Rana ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.