আমাদের কথা খুঁজে নিন

   

মায়াবী

আমরা এমন একটা পরিবেশ চাই, যেখানে শিশুরা তাদের পছন্দ-অপছন্দের ধাপগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে বড় হবে।

===ফয়সল সাইফ=== চোখ বুজলেই তাকে দেখি, চোখ মেললেই নাই মেঘের দেশে বসে আছে স্বপ্নে খুঁজে পাই বিষন্ব এক দৃষ্টে সে চেয়ে আছে তার চেয়ে দামী কিছু নেই আমার কাছে কখনো সে দাঁড়িয়ে, কখনো হাসি মাখা ঠোটের কোণে রোদের ঝিলিক, একটুখানি ফাঁকা তার মিষ্টি মূখটা হৃদয়ে আমার আঁকা তার জন্যই আমার প্রেমের সবটুকু জমিয়ে রাখা যখন আমি বসে থাকি আনমনে একা তখনই সে আমার সামনে দেয় এসে দেখা আমি যখন কথা বলি তার শুধু হাসি পায় আমি তাকে ছুঁতে গেলেই সে কোথায় হারিয়ে যায় আবার সে রাতে আসে গাঁঢ় অন্ধকারে আমার সাথে লুকোচুরি খেলতে বারে বারে জলের বুকেও দেয় সে দেখা এবং আকাশের মেঘে আবার সে চলেও যায় তীব্র ঘোড়ার বেগে মেয়ে মেয়ে মেয়ে তুমি থাক আমার পাশে এমনটা শুধু আমার তোমায় ভালবাসে তুমি কেন দাওনা ধরা স্বপ্ন পুরীর রানি একটি বার ছুঁতে চাই আমি তোমার অঙ্গখানি তোমার বিনিময়ে কেউ যদি করে সবকিছু আমার দাবী মেনে নেব এক মুহুর্তে তুমি কি আমার হবে মায়াবী ????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।